
ভূমি সেবার মান উন্নয়ন এবং অনিয়ম নিরসনে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ। সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাঙ্গুনিয়া পৌরসভা কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই সহযোগিতা কামনা করেন।
একইসাথে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), পৌর মেয়র ও পোমরা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা বলেন, “ইটভাটা, বালু উত্তোলন ও মাটিকাটাসহ বিভিন্ন বিষয়ে আমরা নিয়মিত কাজ করছি। নিয়মবহির্ভূত কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা—জেল ও জরিমানা—নেওয়া হচ্ছে। সামনে মাটি কাটার কিছু বিষয় আসতে পারে, সে বিষয়ে আমরা তৎপর রয়েছি।”
সভায় রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আলী, পান্থনিবাস বড়ুয়া, শান্তি রঞ্জন চাকমা, সহসভাপতি আব্বাস হোসাইন আফতাব, যুগ্ম সম্পাদক এম. এ. মতিন, অর্থ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কায়সার, দপ্তর সম্পাদক আরিফুল হাসনাত, সাংবাদিক জগলুল হুদা, ইসমাঈল হোসেন নয়ন, মুবিন বিন সোলাইমান, জাহেদ হাছান তালুকদার, মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম ও ফাহিম শাহরিয়ার উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সাংবাদিকরা রাঙ্গুনিয়ার বিভিন্ন সমস্যা, জনভোগান্তি, অবকাঠামোগত উন্নয়ন ও সেবা কার্যক্রম বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন। এসিল্যান্ডও এসব বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।