বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

রাঙ্গুনিয়ায় প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় জরিমানা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৪ নভেম্বর ২০২৫ | ৯:১০ অপরাহ্ন


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার এবং স্থানীয়ভাবে প্রক্রিয়াজাত করা চাল অন্য জেলার নামে প্যাকেজিং করার অভিযোগে পাঁচটি চালের আড়ত ও অটো রাইস মিলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ নভেম্বর) উপজেলার শান্তির হাট বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ সময় পাট অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক বাবুল চন্দ্র দাস উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, অভিযানে দেখা যায় শান্তির হাট বাজারে বেশ কয়েকটি চালের আড়ত ও মিল পাটজাত বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করছে। এছাড়া স্থানীয়ভাবে প্রক্রিয়াজাত করা চাল দিনাজপুর ও নওগাঁর মতো বিভিন্ন জেলার নাম ব্যবহার করে প্যাকেজিং করা হচ্ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ জানান, এসব অনিয়মের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের একটি টিম প্রশাসনকে সহযোগিতা করে।