বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

সবাই মিলে ষড়যন্ত্র প্রতিহত করব: মন্দিরে গিয়ে বললেন শাহজাহান চৌধুরী

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৪ নভেম্বর ২০২৫ | ৯:৪৪ অপরাহ্ন


“বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত” মন্তব্য করে জামায়াতে ইসলামীর নেতা শাহজাহান চৌধুরী বলেছেন, এই সম্প্রীতি বিনষ্ট করার যেকোনো ষড়যন্ত্র সবাই মিলে প্রতিহত করা হবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে তিনি সাতকানিয়ার নলুয়ায় কেন্দ্রীয় শ্রী শ্রী হরি ও জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত এক ধর্মসভা পরিদর্শনকালে এ কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক এই প্যানেল স্পিকার বলেন, “এখানে সকল ধর্মের মানুষ সমান হারে নাগরিক সুবিধা পেয়ে থাকেন। আগামীতে এই ধারা অব্যাহত রাখবো। কেউ যদি সম্প্রীতি বিনষ্ট করার জন্য ষড়যন্ত্র করে আমরা সবাই মিলে সেই ষড়যন্ত্র প্রতিহত করবো ইনশাআল্লাহ।”

এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া জামায়াতের যুব বিষয়ক সম্পাদক আইয়ুব আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া শাখার সহ-সভাপতি দিদারুল ইসলাম, শ্রমিক নেতা তোফায়েল আহমদ ও শহিদুল ইসলাম।

মন্দির কমিটির নেতাদের মধ্যে লিটন আইচ, দিলিপ মালাকার, সজল দাশ, অর্ণব দাশ ও পরিতোষ ধর এসময় উপস্থিত ছিলেন।