বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

বাঁশখালীতে জমির বিরোধ: বৃদ্ধকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৫ নভেম্বর ২০২৫ | ১২:৪২ পূর্বাহ্ন


চট্টগ্রামের বাঁশখালীতে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় জাকির হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও মেয়েও আহত হয়েছেন। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত তিন প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পূর্ব ইলশা গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন পূর্ব ইলশা এলাকার ৬নং ওয়ার্ডের মোজাফফর আহমদের ছেলে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনার পর ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন একই এলাকার গুরা মিঞার বাড়ির মৃত মোক্তার আহমদের ছেলে নুরুল আবছার (৬৫), তার ভাই নুরুল আক্তার (৬২) এবং নুরুল আক্তারের ছেলে মো. ফয়েজ উদ্দীন (৩২)।

স্থানীয় ইউপি সদস্য ইব্রাহীম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধের জের ধরে আজ (মঙ্গলবার) সকালে জাকির হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল ৪টার দিকে তিনি মারা যান।”

নিহতের ছেলে ইব্রাহীম অভিযোগ করে বলেন, “আমার বাবা জাকির হোসেন দোকান থেকে বাড়ি ফেরার সময় ওরা (অভিযুক্তরা) এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আমার মা ও বোন এগিয়ে গেলে তাদেরও মারধর করে আহত করে। যারা সরাসরি জড়িত এবং যারা পেছন থেকে ইন্ধন দিয়েছে — সবার বিচার চাই।”

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম আরও বলেন, “পারিবারিক বিরোধের জেরে মারামারির ঘটনায় জাকির হোসেন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”