
চট্টগ্রামের পটিয়ায় ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স ও ট্যাক্স টোকেন না থাকায় তিনটি গাড়িকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাদামতল এলাকায় এই অভিযান পরিচালনা করেন পটিয়া সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা।
জানা যায়, পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরার নেতৃত্বে উপজেলা প্রশাসন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। আদালত চলাকালে প্রায় ২০টিরও বেশি গাড়ির কাগজপত্র যাচাই করা হয়।
এর মধ্যে তিনটি গাড়ির কাগজপত্রে গড়মিল থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারায় তাদের জরিমানা করা হয়। একটি গাড়িকে ৮ হাজার, একটিকে ৫ হাজার এবং অপর একটি গাড়িকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার এসআই মো. জুয়েল বলেন, “ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে আমরা সহযোগিতায় ছিলাম। এতে ৩টি গাড়িকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনেক গাড়িকে সতর্ক করা হয়।”