
চট্টগ্রামের পটিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ১১শ রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয় হল রুমে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. ফরিদুল আলমের ব্যবস্থাপনায় স্থানীয় ইউনিয়ন জামায়াত এই কর্মসূচির আয়োজন করে।
আয়োজকরা জানান, ক্যাম্পে ১৬ জন চিকিৎসক হৃদরোগ, মেডিসিন, গাইনি ও প্রসূতি, চর্মরোগ এবং শিশু রোগের চিকিৎসা প্রদান করেন। এছাড়াও ডায়াবেটিক নির্ণয়, ইসিজিসহ বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার সেবাও তাৎক্ষণিকভাবে রোগীদের প্রদান করা হয়।
চিকিৎসা ক্যাম্প উপলক্ষে চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি ফখরুল আজিম। এতে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. ফরিদুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে ডা. ফরিদুল আলম বলেন, “দেশের সরকারী ব্যবস্থাপনায় স্বাস্থ্যখাত অবহেলিত। পটিয়াও তার বাইরে নেই। আমরা পটিয়ার স্বাস্থ্য সেবাকে গ্রামীণ পর্যায়ে পৌঁছে দেয়ার জন্য এ চিকিৎসা ক্যাম্প চালু করেছি। তদ্মধ্যে কচুয়াইসহ পুরো পটিয়ায় এ পর্যন্ত ১২টি ফ্রি চিকিৎসা ক্যাম্প আয়োজন করেছি। এখানে অপেক্ষাকৃত গরীব অস্বচ্ছল রোগীরা স্বাস্থ্য সেবা পেয়েছে। জামায়াতে ইসলামী আগামীতে ক্ষমতায় আসলে স্বাস্থ্য সেবার গুণগত পরিবর্তন হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার অফিস সম্পাদক নুরুল হক, উপজেলা জামায়াত আমীর জসীম উদ্দিন, কালারপুল থানা আমীর মাস্টার নাসির উদ্দীন, উপজেলার নায়েবে আমীর সাদেক হোসেন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম, নূরুল আজিম, ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুর রহমান ফারুকী, খরণা ইউনিয়ন জামায়াত সভাপতি ইঞ্জিনিয়ার এমএ ছালেক, ইউনিয়ন সেক্রেটারি আব্দুল্লাহ, ডা. সোলাইমান, নকিবুল হাসান, মুনসুর আলম ও আরমান হোসাইন প্রমুখ।