
চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতাল থেকে ঢাকায় স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বিকেল ৩টা ২০ মিনিটে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, ‘এরশাদ উল্লাহকে দ্রুত সুস্থ করে তুলতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি এখন শঙ্কামুক্ত আছেন।’
এরশাদ উল্লাহর একান্ত সচিব মো. আরিফ মুন্না বলেন, ‘চিকিৎসকদের পরামর্শে তাঁকে চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতাল থেকে ঢাকায় স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় এয়ার অ্যাম্বুলেন্সে করে উনাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।’
এদিকে, ওই হামলায় গুলিবিদ্ধ হওয়া এরশাদ উল্লাহর সমর্থক এরফানুল হক শান্ত গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মো. আরিফ মুন্না জানিয়েছেন, এরশাদ উল্লাহ আহত এরফানুল হক শান্তর চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছেন।
প্রসঙ্গত, বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর হামজারবাগ এলাকায় এরশাদ উল্লাহর গণসংযোগে হামলার ঘটনা ঘটে। এ সময় বুকের ডান পাশে ও পায়ে গুলিবিদ্ধ হন এরশাদ উল্লাহ। এই হামলায় গুলিবিদ্ধ হয়ে সারোয়ার হোসেন বাবলা নামে এক ব্যক্তি নিহত হন।