
পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে চট্টগ্রামের হাটহাজারীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন বাংলাদেশ’। বৃহস্পতিবার হাটহাজারী পৌরসভার বাস স্টেশন চত্বর ও এর আশপাশের এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
কার্যক্রমে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় তাঁরা বাস স্টেশন এলাকা এবং সংলগ্ন সড়ক থেকে প্রায় ১০ বস্তা ময়লা-আবর্জনা সংগ্রহ করে তা নির্দিষ্ট স্থানে অপসারণ করেন। সংগঠনের হাটহাজারী টিমের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাহিন, নিহা, দোলা, মরিয়ম, আইরিন, রাফি, বেলাল, দিনা, আকিব, রিশতিয়া ও নিশানসহ আরও অনেকে।
টিমের সদস্যরা জানান, তাঁরা উপজেলার বিভিন্ন স্কুল-কলেজসহ জনগুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছেন। কর্মসূচিতে অংশ নেওয়া সদস্যরা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু স্বেচ্ছাসেবীরা পরিষ্কার করলেই হবে না, স্থানীয় দোকানদার, গাড়িচালক ও পথচারীদেরও ময়লা যথাস্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে।