একুশে ডেস্ক : চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ। মঙ্গলবার (২২ মে) বিকাল সাড়ে চারটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে উত্তরার একটি ক্লিনিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)।
দুপুর ১২টার দিকে রাজধানীর উত্তরার বাসায় হৃদরোগে আক্রান্ত হন তাজিন আহমেদ। এরপর তাকে উত্তরা ১১ নম্বর সেক্টরের রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েক ঘণ্টা লাইফ সাপোর্টে রাখার পর তাজিন আহমেদকে মৃত ঘোষণা করা হয়।
গুণী এ অভিনেত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার অগুণতি ভক্ত-অনুরক্তের মাঝে শোকের ছায়া নেমে আসে।
জানা যায়, তাজিন আহমেদ এর এজমা সমস্যা ছিল। হার্টের কোনো সমস্যা ছিল এটা জানা ছিল না। হঠাৎ করেই দুপুর ১২ টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর শেষ করে তাজিন আহমেদ ভোরের কাগজ, প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। আনন্দ ভুবন ম্যাগাজিনের কলামিস্টও ছিলেন তিনি। পরে মার্কেন্টাইল ব্যাংকে জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মা দিলারা জলির প্রোডাকশন হাউজ ছিল। মায়ের হাত ধরেই অভিনয় জগতে প্রবেশ করেন তাজিন।
‘নাট্যজন’ নাটকদলের হয়ে তিনি মঞ্চে কাজ করেছেন। ২০০০ সালে ‘আরণ্যক’ নাট্যদলে যোগ দিয়ে শেষদিন পর্যন্ত ‘আরণ্যক’-এর সঙ্গে যুক্ত ছিলেন তিনি। টিভি নাটকে অভিনয় করে পরবর্তী সময়ে দর্শকের কাছে বিপুল জনপ্রিয় হয়ে ওঠেন তাজিন আহমেদ। রেডিও এবং টেলিভিশনেও উপস্থাপনা করেছেন। লেখালেখিও করেছেন সমানে। সর্বশেষ দুইবছর একাত্তর টেলিভশনে ‘একাত্তর সকাল’ নামে একটি লাইভ অনুষ্ঠানের উপস্থাপনা করেন তাজিন।
তাজিনের লেখা ও পরিচালনায় তৈরি হয় ‘যাতক’ ও ‘যোগফল’ নামে দুটি নাটক।
একুশে/এটি