রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ডি ভিলিয়ার্সের অবসর

| প্রকাশিতঃ ২৩ মে ২০১৮ | ৮:৪৯ অপরাহ্ন

জোহানেসবার্গ : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। প্রোটিয়াদের হয়ে ১৪ বছরের বর্নাঢ্য ক্যারিয়ারের অধিকারী এ তারকা আজ বুধবার আকস্মিভাবেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দেন।

এক বিবৃতিতে তিনি বলেন,‘তাৎক্ষণিকভাবে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত গ্রহণ করেছি।’

ডি ভিলিয়ার্স বলেন, ‘১১৪ টেস্ট, ২২৮ ওয়ানডে এবং ৭৮ টি-২০ ম্যাচ খেলার পর অবসর নেয়ার এটাই সঠিক সময়। অনেক হয়েছে এবং সত্যি বলতে আমি ক্লান্ত।’

৩৪ বছর বয়সী এ খেলোয়াড় বলেন, অনেক ভেবে-চিন্তে তিনি এ ‘কঠিন’ সিদ্ধান্ত নিয়েছেন এবং ‘সৌম্য’ ক্রিকেট খেলা অবস্থায়ই অবসরে যেতে চান।

তিনি আরো বলেন, ‘ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে চমৎকার দুটি সিরিজ জয়ের পর এটাই চলে যাওয়ার সঠিক সময় বলে মনে করছি।’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া লীগে খেলা চালিয়ে যাবেন বলে উল্লেখ করেন ডি ভিলিয়ার্স।

টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার চতুর্থ সর্বোচ্চ রানের মালিক ডি ভিয়ার্সের সংগ্রহ ৮৭৬৫। ২২ সেঞ্চুরিসহ তার গড় রান ৫০.৬৬।

সীমিত ওভারের ক্রিকেটে বিশ্ব র‌্যাংকিংয়ের দ্বিতীয় অবস্থানে থেকে অবসরে যাওয়া ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ রানেরও মালিক। ৫৩.৫০ গড়ে তার মোট রান ৯৫৭৭।