রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরকে হত্যার হুমকি

| প্রকাশিতঃ ১৮ জুলাই ২০১৮ | ৮:৪৫ পূর্বাহ্ন

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানীকে মুঠোফোনে পাঠানো অডিও বার্তায় হত্যার হুমকি দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা ১১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. লিটন কুমার সাহার ব্যক্তিগত মোবাইল ফোনে ওই হুমকি দেয়া হয়।

এ ঘটনায় মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিশ্ববিদ্যালয়ের জ্যৈষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এস এম কামরুল আহসান। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

জানা গেছে, ড. লিটন কুমার সাহার মোবাইলে একটি নম্বর থেকে একটি পুরুষ কণ্ঠ ওই অডিও বার্তা পাঠায়। এতে প্রক্টর এ কে এম গোলাম রব্বানীকে অকথ্য ভাষায় গালিগালাজসহ হত্যার হুমকি দেয়া হয়।