চবি: সংবাদমাধ্যমকে সমাজের প্রতিনিধি হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের সমাপনী অধিবেশনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি উপ- উপাচার্য প্রফেসর ড. শিরিণ আখতার। বিশেষ অতিথি ছিলেন ওয়েস্টার্ণ মেরিন শিপইয়ার্ড এর পরিচালক ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন।
প্রফেসর মান্নান বলেন, বিশ্ববিদ্যালয় শুধু ক্লাস আর পরীক্ষার জায়গা নয়। লাইব্রেরি, সেমিনার, কনফারেন্সের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পূর্ণতা পায়।
তিনি বলেন, সাংবাদিকতা গোটা পৃথিবীব্যাপী একটি গুরুত্ববহ বিষয়। বর্তমানে সোশাল মিডিয়ায় প্রচারিত অসত্য ও বিভ্রান্তিকে থামাতে হলে সংবাদমাধ্যমগুলোকে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। জনমনে বিভ্রান্তি ছড়ায় ও জাতীয় স্বার্থবিরোধী সংবাদ পরিহার করতে হবে।