রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চবিতে দুই ছাত্রলীগ নেতা আটক

| প্রকাশিতঃ ৩১ জুলাই ২০১৮ | ৮:১৮ পূর্বাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

দুজন হলেন- ছাত্রলীগের সাবেক নেতা মো. রাকিব হোসাইন ও শফিকুল ইসলাম। রাকিব হাসান উদ্ভিদবিদ্যা বিভাগের ২০০৪-০৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এছাড়াও মোহাম্মাদ শফিক আধুনিক ভাষা ইনিস্টিটিউটের শিক্ষার্থী।

সোমবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাব এলাকা থেকে রাকিবকে আটক করা হয়। অন্যদিকে শফিককে বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হলের সামনে থেকে আটক করা হয়।

হাটহাজারি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম বলেন, রাকিবকে মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। অন্যদিকে শফিককে অপহরণ মামলায় আটক করা হয়।