রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

নিরাপদ সড়কের দাবিতে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি গবেষকদের মানববন্ধন

| প্রকাশিতঃ ৪ অগাস্ট ২০১৮ | ১০:৩৪ অপরাহ্ন

আসাদুজ্জামান খান, অস্ট্রেলিয়া : নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়ালেসে অধ্যয়নরত বাংলাদেশি গবেষকেরা। শনিবার অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বিশ্ববিদ্যালয়ের সামনে এই মানববন্ধন করেন তারা।

মানববন্ধন শেষে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাই কমিশনে একটি স্মারকলিপি জমা দেন তারা। স্মারকলিপিতে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে অনতিবিলম্বে তরুণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বাংলাদেশ পুলিশের অন্যায় আচরণ বন্ধের দাবি জানানো হয়। এই সময়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’ ও ‘নিরাপদ সড়ক চাই’সহ নানান স্লোগান দেন মানববন্ধনকারীরা।

মানববন্ধনে ড. তাসনিম রহমান স্মিতা বলেন, প্রতিবছর সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষ মারা যাচ্ছে। অদক্ষ চালক, ফিটনেসবিহীন গাড়ি ও ট্রাফিক আইনের অবমাননা এর জন্য দায়ী। তরুণ শিক্ষার্থীদের আজ মৌলিক অধিকার আদায়ের জন্য রাজপথে নেমে আসতে হয়েছে, এজন্য আমরা লজ্জিত। আমরা এই সমস্যার দ্রুত সমাধানের দাবি জানাচ্ছি।

স্মিতা আরো বলেন, আমরা কোনোরকম রাজনৈতিক অঙ্গসংগঠনের অংশ নই এবং অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা থেকে বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে, শিক্ষার্থীদের নিরাপদ সড়কের আন্দোলনকে আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমরা আশা করছি, এই সমস্যার দ্রুত সমাধান হোক এবং বাংলাদেশে সকল সড়ক হোক সকলের জন্য নিরাপদ।

একুশে/একে/এটি