রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

৭দিনের সফরে বাংলাদেশ আসছে বিশ্বকাপ ট্রফি

| প্রকাশিতঃ ২৫ অগাস্ট ২০১৮ | ৬:৫১ অপরাহ্ন

ক্রীড়া ডেস্ক : সাত দিনের সফরে ১৭ অক্টোবর বিশ্বকাপ ট্রফি আসছে বাংলাদেশে। ১৭ অক্টোবর থেকে ১৯ অক্টোবর ঢাকায়, ২০ ও ২১ অক্টোবর খুলনা ও সিলেটে এবং ২২ ও ২৩ অক্টোবর চট্টগ্রামে থাকবে এই বিশ্বকাপ ট্রফি।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি এ ঘোষণা দেয়। দুবাইয়ে আইসিসির কার্যালয় থেকে ২৭ আগস্ট বিশ্ব ভ্রমণে বের হবে বিশ্বকাপের ট্রফিটি।

এবার ৫টি মহাদেশের ২১টি দেশের মোট ৬০টি শহর ভ্রমণ করবে ট্রফিটি। প্রথম গন্তব্য ওমানের রাজধানী মাসকট। সর্বাধিক জায়গায় ভ্রমণ শেষে আমাগী বছর ১৪ জুলাই লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে পৌঁছাবে ট্রফিটি।

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ‘ট্রফি ট্যুর’ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইংল্যান্ড এবং ওয়েলসে আগামী বছর বিশ্বকাপের আসর বসবে ৩০ মে থেকে ১৪ জুলাই পর্যন্ত। তার আগে আর মাত্র দু’দিন পর ২৭ আগস্ট বিশ্ব ভ্রমণে বের হচ্ছে বিশ্বকাপ ট্রফি।

নয় মাসের সফরে শুধু মাত্র টুর্নামেন্টে অংশ নেওয়া দেশগুলো ছাড়াও বাইরের দেশেও যাবে ক্রিকেট বিশ্বকাপের ট্রফি। নেপাল, যুক্তরাষ্ট্র ও জার্মানিতেও ভ্রমণ করবে ট্রফিটি। দুবাই থেকে প্রথম ওমানে যাবে বিশ্বকাপের ট্রফি। এরপর একে একে যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, রুয়ান্ডা, নাইজেরিয়া, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও জার্মানি ভ্রমণ করবে।

একুশে/এসএইচ/এটি