রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চবিতে মঙ্গলবার থেকে একাডেমিক কার্যক্রম শুরু

| প্রকাশিতঃ ২৬ অগাস্ট ২০১৮ | ১০:৫০ অপরাহ্ন

চবি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৮ দিনের ছুটি শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রোববার থেকে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (২৮ অগাস্ট) থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম (ক্লাস-পরীক্ষা) শুরু হবে।

এর আগে গত ১৯ আগস্ট পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৮ দিনের ঈদের ছুটি ঘোষণা করা হয়।

ঈদের ছুটিতে ডেমু ট্রেন চলাচল করলেও শাটল বন্ধ ছিলো। তবে বিশ্ববিদ্যালয় খোলার সাথে সাথে মঙ্গলবার থেকে আগের নিয়মে শাটল ও ডেমু ট্রেন চলাচল করবে।

বিশ্ববিদ্যালয় খোলার বিষয়টি নিশ্চিত করে চবির একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস.এম. আকবর হোসাইন একুশে পত্রিকাকে বলেন, ঈদের ছুটি শেষে আগামী মঙ্গলবার (২৮ আগস্ট) থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে। তবে রোববার থেকে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।