রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

গবেষণার ক্ষেত্র সম্প্রসারিত করার আহ্বান চবি ভিসির

| প্রকাশিতঃ ১০ সেপ্টেম্বর ২০১৮ | ৬:১৬ অপরাহ্ন

চট্টগ্রাম: বিশ্বমানের উচ্চতর গবেষণা এবং জনকল্যাণে তা ব্যবহার উপযোগী করার উদ্দেশ্যে নতুন নতুন জ্ঞান সৃজন বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

সোমবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগ এবং হেকেপ সিপি-৬০৪৫ এর যৌথ উদ্যোগে জীব বিজ্ঞান অনুষদের সেমিনার কক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শুধুমাত্র পঠন-পাঠনের জায়গা নয়। সার্বিক বিষয় বিবেচনায় রেখে বিশ্বায়নের এসময়ে বিশ্বমানের উচ্চতর গবেষণা এবং জনকল্যাণে তা ব্যবহার উপযোগী করার উদ্দেশ্যে নতুন নতুন জ্ঞান সৃজন বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে আমাদের শিক্ষক-গবেষক ও শিক্ষার্থীদের জ্ঞান-গবেষণার ক্ষেত্র সম্প্রসারিত করা অত্যন্ত জরুরী।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়। ঔষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানসমুহে সৎ, দক্ষ ও যোগ্য মানবসম্পদ সরবরাহ করার নিমিত্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা ও দৃশ্যমান অবদান রাখবে বলেও আশাবাদ ব্যস্ত করেন উপাচার্য।

সেমিনারে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য প্রদান করেন চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চবি জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান এবং চবি ফার্মেসী বিভাগের সভাপতি এস.এম. মোয়াজ্জেম হোসেন।

চবি ফার্মেসী বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও হেকেপ সিপি-৬০৪৫ এর এসপিএম প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের ডিন প্রফেসর ড. এস.এম. আবদুর রহমান, গ্লোবাল ফার্মাসিটিক্যাল লিমিটেড এর ডিজিএম মো. খাইরুল মামুন এবং জিএসকে বাংলাদেশ লিমিটেড-র কিউএ হেড শেখ মো. জোবায়ের হোসেন।

অনুষ্ঠান উপস্থাপনা করেন বিভাগের শিক্ষার্থী সৈয়দা সায়মা দিদারী ও শাহাদাত হোসেন পারভেজ। সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগসহ বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক-গবেষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।