রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চবিতে অনলাইন ভর্তি-কার্যক্রম উদ্বোধন

| প্রকাশিতঃ ১৩ সেপ্টেম্বর ২০১৮ | ২:১১ অপরাহ্ন

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (২০১৮-১৯)সেশনের স্নাতক প্রথম বর্ষের অনলাইন ভর্তি-কার্যক্রম ও আবেদন উদ্বোধন করেছেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বার) সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের ইন্জিনিয়ারিং অনুষদের ভার্সুয়াল ক্লাসরুমে উপাচার্য অনলাইন ভর্তিকার্যক্রম ও আবেদন-প্রক্রিয়ার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্হিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আক্তার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন ও চেয়ারম্যানবৃন্দ এবং ভর্তি কমিটির সদস্যবৃন্দ।

উপাচার্য বলেন, আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের কষ্ট লাগবের জন্য প্রথমবারের মতো অনলাইন ভর্তি কার্যক্রম উদ্বোধন করেছি।

তিনি আরো বলেন, আগের ন্যায় প্রত্যেক ইউনিটে ভর্তির আবেদন ফি সমান রাখা হয়েছে এবং প্রসেসিং ফি ৯০ থেকে ৭৫ টাকায় কমিয়ে আনা হয়েছে। উপাচার্য শিক্ষার্থী ও অভিবাবকদের হয়রানি রোধে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান।

এবারের ভর্তি পরিক্ষায় ৪টি ইউনিট ও ২টি উপ-ইউনিট-এর মাধ্যমে ৯টি অনুষদের অধীনে ৫৩টি বিভাগ/ইনস্টিটিউট(৪৮ টি বিভাগ ও ৫ টি ইনস্টিটিউটে) ৪১৮৯ টি সাধারণ ও ৭৩৭ টি কোটাসহ সর্বমোট ৪৯২৬ টি আসনে অনলাইনে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে কলা ও মানববিদ্যা অনুষদের ১৩ টি বিভাগ ও ৩ টি ইনস্টিটিউটে সাধারণ আসন ১৩৪৬টি এবং কোটায় ২০৮টি আসনসহ সর্বমোট ১৫৫৪ টি আসন, বিজ্ঞান অনুষদে ৫টি বিভাগ ও ১টি ইনস্টিটিউটে সাধারণ ৫৪৫টি আসন, কোটায় ৯৮টিসহ সর্বমোট ৬৪৩টি আসন, ব্যাবসায় প্রশাসন অনুষদে ৬টি বিভাগে সাধারণ ৬৪০টি আসন এবং কোটায় ১১২টিসহ সর্বমোট ৭৫২ টি আসন, সমাজ বিজ্ঞান অনুষদে ৯টি বিভাগে সাধারণ ৮১৮টি এবং কোটায় ১৪৩টিসহ সর্বমোট ৯৬১টি আসন, আইন অনুষদে ১টি বিভাগে সাধারণ আসন ৩০টি এবং কোটায় ২২টিসহ সর্বমোট ১৩৭টি আসন, জীববিজ্ঞান অনুষদের ৯টি বিভাগে সাধারণ আসন ৪৮৫টি এবং কোটায় ৯২টিসহ সর্বমোট ৫৭৭টি আসন, ইন্জিনিয়ারিং অনুষদের ২টি বিভাগে সাধারণ আসন ১২০টি এবং কোটায় ২১টিসহ সর্বমোট ১৪১টি। শিক্ষা অনুষদের ১ টি বিভাগে সাধারণ ৩০টি আসন এবং কোটায় ১৯টি সহ সর্বমোট ৪৬ টি, মেরিন সায়েন্স আ্যান্ড ফিশারিজ অনুষদে ২টি বিভাগ ও ১টি ইনস্টিটিউটে সাধারণ ৯০টি এবং কোটায় ২৫টিসহ সর্বমোট ১১৫টি আসন।

ইউজিসির অনুমোদনে মেরিন সায়েন্স আ্যান্ড ফিশারিজ অনুষদ নামে একটি নতুন অনুষদ খোলা হয়েছে।

উচ্চমাধ্যমিক বা সমমান পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা A-ইউনিটের মাধ্যমে বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ইন্জিনিয়ারিং অনুষদ ও মেরিন সায়েন্স আ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত সকল বিভিগ/ইনস্টিটিউটে আবেদন করার সুযোগ পাবে। উচ্চ মাধ্যমিক বা সমমান পরিক্ষায় উত্তীর্ণ(সকল গ্রুফ)শিক্ষার্থীরা B-ইউনিটের মাধ্যমে কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত সকল বিভিাগ/ইনস্টিটিটিউটে (নাট্যকলা, চারুকলা ও সংগীত বিভাগ ব্যতিত)আবেদনের সুযোগ পাবে।

B1-উপ-ইউনিটের মাধ্যমে কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত নাট্যকলা বিভাগ, চারুকলা ইনস্টিটিউট ও সংগীত বিভাগে আবেদনের সুযোগ পাবে।

C- ইউনিটে ব্যাবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা ব্যাবসায় প্রশাসন অনুষদভুক্ত সকল বিভাগে আবেদনের সুযোগ পাবে।

D-ইউনিটে সকল গ্রুফ থেকে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত সকল বিভাগ, আইন অনুষদভুক্ত আইন বিভাগ, ব্যাবসায় প্রশাসন অনুষদভুক্ত সকল বিভাগ(বিজ্ঞান ও মানবিক গ্রুফ), জীববিজ্ঞান অনুষদভুক্ক ভূগোল ও পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাগে (মানবিক গ্রুপ)আবেদনের সুযোগ পাবে।

এছাড়া D1- ইউনিটে শিক্ষা অনুষদভুক্ত ফিজিক্যাল অ্যাডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগে আবেদন করার সুযোগ পাবে।

অনলাইনে আবেদনের পর বিকাশ/রকেট মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে ইউনিট/উপ-ইউনিট প্রতি নির্ধারিত ফি জমা দেয়া যাবে। আবেদন ফি ৪৭৫ টাকা এবং প্রসেসিং ফি ৭৫ টাকা।

বর্তমানে চালুকৃত পদ্ধতিতে শিক্ষার্থীরা ফরমপূরণ ও বিষয় পছন্দ, ভর্তির যাবতীয় কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা যাবে। সকল ধরনের রশিদ অনলাইনে সংরক্ষণ করা হবে।

একুশে/এসএইচ