রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চবিতে একদিনে ভর্তি আবেদন প্রায় ৭ হাজার

| প্রকাশিতঃ ১৪ সেপ্টেম্বর ২০১৮ | ১১:৫৩ অপরাহ্ন

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন শুরুর প্রথম দিনেই ৬ হাজার ৯২৮ জন শিক্ষার্থী (সন্ধ্যা ৭ টা ১২ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত) আবেদন করেছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. হানিফ সিদ্দিকী।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি একুশে পত্রিকাকে এ তথ্য দেন। গতকাল (১৩ সেপ্টেম্বর) বেলা ১১ টা থেকে অনলাইনে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়। যা চলবে ৬ অক্টোবর (শনিবার) রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত।

প্রফেসর ড. মো. হানিফ সিদ্দিকী বলেন, আবেদন শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৯২৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে আবেদন করেছে ৩ হাজার ২৩৭ জন, ‘বি’ ইউনিটে ২ হাজার ৬০ জন, ‘বি ১’ ইউনিটে ১০৯ জন, ‘সি’ ইউনিটে ১৭৬ জন, ‘ডি’ ইউনিটে ১২৬৬ জন, ‘ডি১’ ইউনিটে ৮০ জন শিক্ষার্থী। তবে আবেদনের সংখ্যা সেকেন্ডে সেকেন্ডে বৃদ্ধি পাচ্ছে।

প্রথমবারের মতো এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিজস্ব তত্ত্বাবধানে অটোমেশন পদ্বতিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। এ প্রক্রিয়া কীভাবে সহজ থেকে সহজতর করা যায় সে লক্ষ্যে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। বলেন প্রফেসর হানিফ সিদ্দিকী।

প্রসঙ্গত, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ৪ টি ইউনিট ও ২ টি উপ-ইউনিটের মাধ্যমে ৯ টি অনুষদের অধীনে ৪৮ টি বিভাগ ও ৫ টি ইনিস্টটিউটে ৪১৮৯ টি সাধারণ ও ৭৩৭ টি কোটাসহ সর্বমোট ৪৯২৬ টি আসনে অনলাইনে ছাত্র-ছাত্রী ভর্তির কার্যক্রম সম্পন্ন করা হবে। চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটের মধ্যে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, ২৭ অক্টোবর, ‘ডি’ ইউনিটের ২৮ অক্টোবর, ‘বি’ ইউনিটের ২৯ অক্টোবর, ‘এ’ ইউনিটের ৩০ অক্টোবর। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে।

উপ-ইউনিটগুলোর মধ্যে ‘বি১’ এর পরীক্ষা ৩১ অক্টোবর সকাল ১০ টায় এবং, ‘ডি১’ এর পরীক্ষা একই দিন দুপুর আড়াইটায়।

এদিকে বরাবরের মতো এবারও পরীক্ষা কেন্দ্রে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগে সক্ষম কোনো ইলেক্ট্রনিক ডিভাইস, যন্ত্র ও ঘড়ি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এছাড়া কোনো ধরনের অসদুপায় অবলম্বন করলে পরীক্ষা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং জালিয়াতি ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।

ভর্তির বিস্তারিত তথ্য http://­admission.cu.ac.b­d/ ওয়েবসাইট থেকে জানা যাবে।

একুশে/আইএস/এটি