রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

‘তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল’

| প্রকাশিতঃ ১৫ সেপ্টেম্বর ২০১৮ | ৪:৩৯ অপরাহ্ন

চট্টগ্রাম: তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ এখন বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সস এর উদ্যোগে ‘ফরেস্ট্রি’ ও ‘এনভায়রনমেন্টাল সায়েন্স’ বিষয়ক শিক্ষা ও গবেষণার গুরুত্বের উপর এক সেমিনারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের জন্য বাস্তবসম্মত যুগোপযোগী পরিকল্পনা গ্রহণ এবং এর সফল বাস্তবায়ন অত্যন্ত জরুরী। সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে দেশের তরুণ-মেধাবী শিক্ষার্থীদের মেধা বিকাশের পরিবেশ সৃষ্টিতে শিক্ষক-গবেষকদের নিরন্তন গবেষণার পাশাপাশি দায়িত্ব পালনে বিবেক প্রসূত হতে হবে।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য ও বলিষ্ট নেতৃত্বে একসময়কার তলাবিহীন ঝুড়ি বাংলাদেশ এখন বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃত। বর্তমান সরকার উচ্চ শিক্ষার মান উন্নয়নে তথা দেশে সৎ, দক্ষ ও যোগ্য মানবসম্পদ উৎপাদনে অভূতপূর্ব আর্থিক এবং কারিগরী সুযোগ-সুবিধা যথাসম্ভব অবারিত করেছে। মেধাবী শিক্ষার্থীরা এ সকল সুযোগ-সুবিধা সদ্ব্যবহারের মাধ্যমে প্রকৃত অর্থে মানবসম্পদে রূপান্তরিত হবে এটাই প্রত্যাশিত।

প্রসঙ্গক্রমে তিনি বলেন,জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক বিপর্যয় একটি বৈশ্বিক সমস্যা উল্লেখ করে তিনি বলেন, এর বিরূপ প্রতিক্রিয়ার ফলে সারা বিশ্ববাসী আজ আতংকিত। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে জীববৈচিত্র্য সুরক্ষা, পরিকল্পিত বনায়ন ও প্রাকৃতিক সম্পদ সুরক্ষায় আমাদের শিক্ষক-গবেষকদের সুচিন্তিত সুপারিশমালা মানবকল্যাণে তথা একটি সবুজ পৃথিবী গড়তে বিশেষ সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী; তিনি পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোবাবেলায় সংশি¬ষ্ট বন-গবেষকদের জনকল্যাণমুখী টেকসই গবেষণা ও দৃশ্যমান ভূমিকা রাখার আহবান জানান।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম এবং স্বাগত বক্তব্য রাখেন উক্ত ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. দানেশ মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন ইনস্টিটিউটের প্রফেসর ড. জরিন আখতার।

সেমিনারে টেকনিক্যাল সেসনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউটের প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এর শিক্ষক-গবেষক ও শিক্ষার্থীরা সেমিনারে উপস্থিত ছিলেন।