রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

শ্রীলঙ্কাকে ১৩৭ রানে হারিয়েছে বাংলাদেশ

| প্রকাশিতঃ ১৬ সেপ্টেম্বর ২০১৮ | ১২:৫০ পূর্বাহ্ন

এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩৭ রানে হারিয়েছে বাংলাদেশ।

এই জয় দেশের বাইরে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। বাইরে আগের সবচেয়ে বড় জয় ছিল ২০১৩ সালে জিম্বাবুয়েতে ১২১ রানের জয়।

ঘরে-বাইরে মিলিয়েও বাংলাদেশের সবচেয়ে বড় জয় শ্রীলঙ্কার বিপক্ষে। গত জানুয়ারিতে মিরপুরে ১৬৩ রানে জিতেছিল বাংলাদেশ।

১২৪ রানে অলআউট বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সবচেয়ে কম রানে আউট হওয়ার রেকর্ড। আগের সর্বনিম্ন ইনিংস ছিল ২০০৯ সালে ১৪৭।