ক্রীড়া প্রতিবেদক : হেমন্তের বিকেলে মৃদু হাওয়া বার্তা দিচ্ছে শীতের। বেশ কয়েক সপ্তাহ ধরে সন্ধ্যার পর প্রকৃতিজুড়ে দেখা মিলছে কুয়াশারও। কুয়াশার এই আগাম উপস্থিতি নাগরিক জীবনে কিছুটা স্বস্তিদায়ক হলেও, এটি ভাবাচ্ছে বর্তমানে চট্টগ্রামে অবস্থানরত বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দুই দলকেই। রয়েছে কিছুটা শঙ্কাও।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের কুয়াশা নিয়ে এই ভাবনার কথা জানায় টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা ও জিম্বাবুয়ে দলের কোচ লালচান্দ রাজপুত। একই সুর ছিল বিসিবির পরিচালক আকরাম খানের বক্তব্যেও।
দলের মোটিভেশনাল থিংক ট্যাংক ও অধিনায়ক মাশরাফি জানান, গতকালে চট্টগ্রামে আসার পর শুনলাম মাঠে প্রচুর কুয়াশা। খেলার দিন কুয়াশা থাকলে কঠিন হবে। সেক্ষেত্রে টস অনেক গুরুত্বপূর্ণ। আমরা আগে ব্যাটিং করতে কমফোর্টেবল। তবে কুয়াশা থাকলে সেটি পরিবর্তন হবে।
ঘরের মাঠে ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচের একাদশ অনেকটা অপরিবর্তিত থাকবে বলে আভাস পাওয়া গেছে। এ বিষয়ে মাশরাফি বলেন, একাদশ নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। এখনো ২৪ ঘণ্টা সময় আছে। যারা গত ম্যাচে খেলেছে তাদের সরিয়ে দেয়া কঠিন। আবার শান্ত, আরিফ, রাব্বী, রনি বাইরে রয়েছে। প্র্যাকটিস শেষ হলে সন্ধ্যার পর বলা যাবে। এদিকে লেট মিডল অর্ডারে সাইফুদ্দিন ভালো করছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে দলের অনেক বড় একটা সমস্যার সমাধান হবে।
এদিকে ১৪ বছর জাতীয় দলে চান্স পাওয়া ফজলে রাব্বীর অভিষেক হয় গত ম্যাচে। তবে অভিষেক ম্যাচেই নিজের সেরা টা দেখতে পারেননি এই অলরাউন্ডার। শূন্য রানেই মাঠ ছাড়তে হয় তাকে। রাব্বীর শূন্য রানে আউট হওয়া কোনো দোষ দেখছেন না টাইগার দলপতি। মাশরাফি বলছেন, এক ম্যাচ দিয়েই তাকে জাজমেন্ট করা উচিত না। রাব্বীর হয়ে বলতে চাই তার খেলা উচিত। কিন্তু সব কিছুই নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর।
এদিকে আকরাম খান বলছেন, কুয়াশা একটা ফ্যাক্টর হতে পারে। কুয়াশা বেশি থাকলে সেটা বোলিংয়ে প্রবলেম করে। সেক্ষেত্রে আজ রাতেও আমরা এসে দেখবো কেমন কুয়াশা পড়ে। তারপর আমরা ডিসিশান নিব টসের আগে কী করতে হবে।
জিম্বাবুয়ের কোচ লালচান্দ রাজপুতও কুয়াশা নিয়ে শঙ্কিত। তিনি জানান, কুয়াশায় খেলাটা একটা চ্যালেঞ্জ৷ রাতে বোলিং করাটা কঠিন হয়ে যাবে৷ প্রথম ম্যাচে হারলেও আমরা ভালো খেলেছি। তাই দ্বিতীয় ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ম্যাচে কামব্যাক করতে চাই।
একুশে/আরএইচ/এটি