রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

দু’বছর পর চট্টগ্রামে আন্তর্জাতিক ম্যাচ, বড় স্কোরের প্রত্যাশা

| প্রকাশিতঃ ২৩ অক্টোবর ২০১৮ | ৩:৩২ অপরাহ্ন

ছবি : আকমাল হোসেন

রাকীব হামিদ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে : দুই বছর পর চট্টগ্রামের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। সর্বশেষ ২০১৬ সালের ১২ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের এই মাঠে টাইগাররা ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল।

সেই ম্যাচে ৩০৯ রানের বড় স্কোরের পেছনে ছুটেও তীরে এসে তরী ডুবিয়েছিল বাংলাদেশ দল। তবে চট্টগ্রামের এই ভেন্যুটি বাংলাদেশ দলের জন্য ‘লাকী ভেন্যু’ হিসেবে পরিচিত। দুই বছর পর চট্টগ্রাম এসে সেই বার্তাই দিল মাশরাফি বিন মর্তুজা।

তাই অনেকটা আত্মবিশ্বসের সাথে টাইগার অধিনায়ক বললেন বুধবার (২৪ অক্টোবর) জিম্বাবুয়ের বিপক্ষে বড় স্কোরের প্রত্যাশা করছে বাংলাদেশ।

মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে মাশরাফি তার এই আত্মবিশ্বাসের পক্ষে যুক্তিও দেখিয়েছেন। তিনি বলেন, মিরপুরে ২৭০ এর বেশি প্রত্যাশা থাকলেও চট্টগ্রামে এই প্রত্যাশা ৩শ’ ছাড়িয়ে যাবে। কারণ চট্টগ্রামের উইকেটে রান হয়। কোনো অঘটন না ঘটলে বড় স্কোর হবে।

তিনি আশা করেন একটা হেলদি ফাইটিং স্কোর উপহার দিতে পারবেন। পাশাপাশি টপ অর্ডারের সাথে মিডল ও লেট মিডল অর্ডারের সমন্বয় হলেই এটি সম্ভব বলে মনে করেন।

এদিকে দুই বছর পরে আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হলেও পুরো স্টেডিয়াম বিবর্ণ। সংস্কারের অভাবে গ্যালারির অধিকাংশ চেয়ারই ভাঙা। হোম সিরিজের জন্যে তড়িঘড়ি মেরামত না করে সরিয়ে ফেলা হচ্ছে সেসব চেয়ার। সরেজমিনে ঘুরে এমন চিত্রই দেখা গেছে। শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, ভাঙা চেয়ারগুলো সরিয়ে ফেললে অন্তত সে জায়গায় দর্শকরা বসতে পারবে। তা না হলে খালি থাকবে সেসব চেয়ার।

মাঠের বাহিরে গ্যালারির এই বেহাল দশা সম্পর্কে জানতে চাওয়া হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি ও চট্টগ্রাম সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেন, গ্যালারিতে কিছু সংস্কার কাজ জরুরি ছিল। এ নিয়ে আমরা আলোচনাও করেছি। কিন্তু সময়স্বল্পতার কারণে সম্ভব হয়নি। এই সিরিজের পরেই সংস্কার কাজ শুরু হবে।

একুশে/আরএইচ/এটি