
ছবি : আকমাল হোসেন
রাকীব হামিদ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে : অপরিবর্তিত দল নিয়ে টসে জিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ে নেমেই চমক বাংলাদেশ দলের। গত ম্যাচে দলের সংকটকালীন সময়ে হাল ধরা সাইফ উদ্দিনই দেখালেন সেই চমক। জাদুকরী পেস বলে জিম্বাবুয়ে দুর্গে হানা দিলেন তিনি।
ম্যাচের চতুর্থ ওভারের চতুর্থ বলেই নিলেন জিম্বাবুয়ে দলের গুরুত্বপূর্ণ ওপেনার হ্যামিল্টন মাসাকাদজার উইকেটটি। নতুন বলেই ১৪ রান করা হ্যামিল্টন মাসাকাদজাকে উইকেটের পেছনে ক্যাচ আউট করে বিদায় করেন তিনি৷
বর্তমানে ৭ ওভার শেষে জিম্বাবুয়ের দলীয় সংগ্রহ ৩০ রান। মাঠে আছেন টেইলর ও জুহাইয়ো।
গত ম্যাচের মতো বাংলাদেশের একাদশে আজ তিন পেসার ও দুই স্পিনার রয়েছে। জ্বরের কারণে আজকের ম্যাচও মিস করতে হচ্ছে পেসার রুবেলকে।
একুশে/আরএইচ/এটি