
রাকীব হামিদ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকেঃ শুরুতেই এক উইকেট হারিয়ে জিম্বাবুয়ে দলের সংগ্রহ ৭০ রান। ১২ ওভারের শেষ বলে দলের এমন সংগ্রহে মিরাজের বলে ধরাশায়ী হন জিম্বাবুয়ের ওপেনার জোহাইয়ো। ২৫ রানও করেছিলেন তিনি।
বুধবার ওয়ানডে সিরিজের দ্বিটিয় ম্যাচে টসে হেরে ব্যাটিঙ্গয়ে নামে জিম্বাবুয়ে দল। উইকেটের এক প্রান্তে ওপেনিংয়ে নামা জোহাইয়ো, ব্রেন্ডন টেইলরের সাথে ভালোই খেলছিলেন। কিন্তু ইনিংসের ১২তম ওভারে মিরাজকে উড়িয়ে মারতে গিয়ে ফজলে রাব্বির হাতে তালুবন্দি হন এই বাঁহাতি ব্যাটসম্যান।
দুই উইকেট হারিয়ে বর্তমানে জিম্বাবুয়ের দলীয় সংগ্রহ ১২ ওভারে ৮৬ রান। মাঠে রয়েছেন ব্রেন্ডন টেইলর এবং সিয়ান উইলিয়ামস।
বাংলাদেশ একাদশ- লিটন কুমার দাস,ইমরুল কায়েস,ফজলে মাহমুদ,মুশফিকুর রহিম (উইকেটরক্ষক),মোহাম্মদ মিথুন,মাহমুদুল্লাহ রিয়াদ,মেহেদি হাসান মিরাজ,মোহাম্মদ সাইফুদ্দিন,মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক),নাজমুল ইসলাম অপু,মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ-হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক),চিপাস জোহাইয়ো,ক্রেইগ আরভিন,ব্র্যান্ডন টেইলর (উইকেটরক্ষক),শন উইলিয়ামস,পিটার মুর,সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, ব্র্যান্ডন মাভুটা, কাইল জার্ভিস,টেন্ডাই চাতারা।
একুশে পত্রিকা/আরএইচ
ছবি-আকমাল হোসাইন