শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

‘সরকার গণতান্ত্রিক আন্দোলনের সকল পথ রুদ্ধ করেছে’

| প্রকাশিতঃ ২৮ নভেম্বর ২০১৬ | ৭:০৪ অপরাহ্ন

BNP-logoচট্টগ্রাম: সরকার দেশে গণতান্ত্রিক আন্দোলনের সকল পথ রুদ্ধ করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সাকিলা ফারজানা।

সোমবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখলে দলীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।

ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, দেশে গণতন্ত্র নেই। নেই মানুষের বাক স্বাধীনতা। এই যেন পুরনো বাকশালের নতুন রূপ। ১৯৭২-৭৫ আর ২০০৯-১৬ এর মধ্যে কোন পার্থক্য নেই। বিএনপি তাদের কোন কর্মসূচী পালন করতে পারে না। কোন অনুষ্ঠান করতে গেলে নিরাপত্তার অজুহাতে অনুমতি দেয়া হয় না।

তিনি বলেন, আওয়ামী লীগ আগুন নিয়ে খেলা করছে। যা পরিণাম ভয়াবহ হবে। এখনো সময় আছে দেশের জনগণের মনের ভাষা বুঝে অবিলম্বে সংলাপে বসুন। কালক্ষেপণ করবেননা। অবিলম্বে সংলাপে বসে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ তৈরি করুন।

সভায় সভাপতিত্ব করেন মেখল ইউপির সাবেক সদস্য প্রবীণ বিএনপি নেতা অলি মেম্বার। এতে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম ফারুক, এডভোকেট রেজোয়ান নুর সিদ্দিকী উজ্জ্বল, উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান, উপজেলা যুবদলের সদস্য নাজিম উদ্দিন প্রমুখ।