শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

‌’চীনফেরৎ শ্রমিকরা কোয়ারাইন্টাইন মেনে কাজে যোগ দিয়েছে’

| প্রকাশিতঃ ২৩ মার্চ ২০২০ | ১:২৯ অপরাহ্ন

ঢাকা : পদ্মাসেতু ও কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পের সঙ্গে যুক্ত যেসব চীনা শ্রমিক চীন থেকে ফিরেছেন তারা কোয়ারাইন্টাইন মেনে কর্মে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২৩ মার্চ) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, পদ্মাসেতু নির্মাণ কাজে নিয়োজিত ৯৫০ জন চীনা শ্রমিকের মধ্যে ১৫০ জন বর্তমানে চীনে অবস্থান করছে। ইতোমধ্যে যারা ফিরে এসেছেন তারা কোয়ারান্টাইন শেষে কাজে যোগ দিয়েছে।

এছাড়া বঙ্গবন্ধু কর্ণফুলী টানেলে নিয়োজিত ২০০ চীনা শ্রমিকের মধ্যে বর্তমানে ৩৭ জন চীনে অবস্থান করছেন এবং যারা ফিরে এসেছেন তারা কোয়ারান্টাইন শেষে কাজে যোগ দিয়েছে বলে জানান ওবায়দুল করেন।

ব্রিফিংয়ে করোনাকে অভিন্ন শত্রু উল্লেখ করে বিএনপিসহ সবাইকে একযোগে মোকাবিলার আহ্বান জানান ওবায়দুল কাদের।