চট্টগ্রাম: ১৯৭১ সালের ২৬শে মার্চ বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল বলে দাবি করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। শুক্রবার নগরীর নছিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিজয় শোভাযাত্রার উদ্বোধনীতে এ দাবি করেন দলটির চট্টগ্রাম মহানগর সভাপতি ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, ১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। শোষণ, বঞ্চনামুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে ১৯৭১ সালে এ দেশের মুক্তিকামী জনতা স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিল। পাক হানাদার বাহিনীকে পরাজিত করে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার সূর্য।
ডা. শাহাদাত বলেন, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করে ক্ষতবিক্ষত করা হয়েছে। জনগণের মৌলিক ও মানবিক অধিকার খর্ব করা হয়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারি এক তরফা প্রহসন মূলক নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার খর্ব করেছে। এখন দেশের মানুষের বাক স্বাধীনতা বলতে কিছুই নেই।
সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপি নেতা সাবেক কমিশনার সামশুল আলম, মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, এস এম সাইফুল আলম, হারুন জামান, শফিকুর রহমান স্বপন, ইস্কান্দর মির্জা, ইয়াছিন চৌধুরী লিটন, জাহাঙ্গীর আলম দুলাল, ফাতেমা বাদশা, চসিক কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, কাউন্সিলর আবুল হাসেম প্রমুখ।
এরপর চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় শোভাযাত্রাটি নুর আহাম্মদ সড়ক হয়ে লাভলেইন, এনায়েত বাজার, বাটালী রোড, বিআরটিসি বাস টার্মিনাল হয়ে কদমতলী গিয়ে শেষ হয়।