পুনে: অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনে টেস্টের দু’ইনিংসে ভারতের স্কোর যথাক্রমে ১০৫ ও ১০৭ রান। অর্থাৎ ২০ উইকেটে মোট ২১২ রান করে ভারতের ব্যাটসম্যানরা।
দেশের মাটিতে এক টেস্টে ২০ উইকেটের বিনিময়ে এরচেয়ে কম রান ১৯৫৬-৫৭ মৌসুমেই করেছিলো ভারত। এই অস্ট্রেলিয়ার বিপক্ষেই। কলকাতার ইডেন গার্ডেন্সে ২০ উইকেটের বিনিময়ে ২৭২ রান করেছিলো ভারত। এবার লজ্জার স্মৃতিতে নতুনত্ব আনলো ভারত।
তবে ভারতের ইতিহাসে সবমিলিয়ে এরচেয়েও আরও তিনটি টেস্টে সবচেয়ে কম রান রয়েছে। পুনে টেস্টের এই স্কোর সর্ব নিম্ন রানের হিসেবে চতুর্থ।
১৯৫২ সালে ম্যানচেস্টার টেস্টে সর্বনিম্ন রান করেছিলো ভারত। ২০ উইকেটের বিনিময়ে ১৪০ রান করেছিলো তারা। দ্বিতীয় ও তৃতীয়স্থানে আছে যথাক্রমে ১৫৬ ও ১৬৬ রান।