
চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১ জানুয়ারি) দিবাগত রাত ৩ টার দিকে এই ঘটনা ঘটে। এতে হলের ১২৫, ২৪০ ও ৪২৬ নম্বর কক্ষ থেকে তিনটি মোবাইল ফোন চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
খালেদা জিয়া হলের আবাসিক ছাত্রী নুসরাত জাহান গণমাধ্যমকে বলেন, হলের তিনটা রুমে চুরি হয়েছে। পরে ছাত্রীরা চোরের অস্তিত্ব টের পেলে তারা পালিয়ে যায়। হলের ৪ তলার মেয়েদের দাবি- যে চোরটা হলের প্রাচীর টপকে পালিয়ে গেছে সে ছেলে। আর নীচতলার মেয়েরা যাকে বারান্দায় দৌঁড়ে যেতে দেখেছে সে মেয়ে।
তিনি আরও বলেন, তিনটা থেকে চারটা পর্যন্ত মেয়েরা এক জায়গায় হয়ে বারবার প্রভোস্ট, হাউস টিউটর, প্রক্টরকে ফোন করতে থাকি। পরে সাড়ে ৪টার পর প্রভোস্ট একজন হাউস টিউটরকে সাথে করে হলে আসে। কিন্তু পুরো হল তল্লাশি করা হয়নি। মেয়েরা বারবার বলছিলো ভেতরে কেউ লুকিয়ে থাকতে পারে।
খালেদা জিয়া হলের প্রভোস্ট ড. মোহাম্মদ সাইদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, হলের ১২৫, ২৪০ ও ৪২৬ নম্বর কক্ষে চুরির খবর পেয়েছি। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, কালো চাদর পরিহিত কেউ একজন এ কাজ করেছে। অনুমান করা হচ্ছে সে হলেরই কেউ।
তিনি বলেন, এ ঘটনায় তিনটি মোবাইল চুরি হয়েছে। আশ্চর্যের বিষয় হলো রুমের টেবিলে ল্যাপটপ থাকলেও তাতে হাত দেয়নি চোর।