রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

ঢাবির শতবর্ষে শত গুণীজনকে সম্মাননা ১২ মার্চ

| প্রকাশিতঃ ৪ মার্চ ২০২২ | ৯:১৩ অপরাহ্ন


ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গৌরবজ্জ্বল শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আগামী ১২ মার্চ শনিবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে শতবর্ষের মিলনমেলার অনুষ্ঠান হতে যাচ্ছে।

‘বাংলাদেশের পদযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে উক্ত মিলনমেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষে শত গুণীজনকে সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হবে।

আজ শুক্রবার ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রচার ও যোগাযোগ সম্পাদক কাজী মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে আরও জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবীণতম শিক্ষার্থী মতিউল ইসলাম। সভাপতিত্ব করবেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ. কে. আজাদ।