ঢাকা : রেসিপি বুক বাই ফারজানা- বইটির মোড়ক উন্মোচন হয়েছে মঙ্গলবার (১৫ মার্চ)।
বাংলা একাডেমির কবি শামসুর রাহমান হলে বইটির মোড়ক উন্মোচন করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক, কবি মুহম্মদ নূরুল হুদা।
এ সময় উপস্থিত ছিলেন স্থপতি নির্ঝর চৌধুরী, বাংলা একাডেমি বইমেলে ২০২২ এর সদস্য সচিব জালাল আহমেদ, বাংলা একাডেমির সচিব- হাসানাত আমজাদ, নারী উদ্যোক্তা ও রন্ধনশিল্পী হাসিনা আনছার।
বাংলা একাডেমির মোড়ক উন্মোচন মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করেছেন কবি ইউসুফ রেজা, ছড়াকার ও তথ্যচিত্র নির্মাতা- ফয়েজ রেজা।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও ছিলেন রন্ধনশিল্পী- রিমঝিম, রিতা ও সিমু।