
চট্টগ্রামের রাউজানে শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাস উৎসব উপলক্ষে আয়োজিত এক বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে হাজারেরও বেশি মানুষ সেবা পেয়েছেন। উপজেলা কেন্দ্রীয় মন্দির রাস বিহারী ধামে অনুষ্ঠিত এই ক্যাম্পে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ, চশমা বিতরণ এবং রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। আয়োজকরা জানিয়েছেন, ছানি পড়া ৫০ জন রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থাও নেওয়া হবে।
এই চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহাজাহান।
আয়োজকেরা জানান, বিভিন্ন বয়সী এক হাজারের বেশি নারী-পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। তার মধ্যে বিভিন্ন রোগের ৭০০ জন, চক্ষুরোগী ৩০০ জন ছিলেন। পাঁচ শতাধিক নারী-পুরুষের মাঝে ওষুধ বিতরণ এবং ২৫০ জন মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। চক্ষুরোগীদের মধ্যে চোখের ছানি পড়া এমন ৫০ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা নেওয়া হবে।
ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন চক্ষু বিশেষজ্ঞ ডা. তনিমা রায়, মেডিসিন বিশেষজ্ঞ ডা. অনুসেন দাশগুপ্ত, মানসিক রোগ ও মাদকাসক্তি চিকিৎসা বিশেষজ্ঞ ডা. হিমাদ্রী মহাজন, প্রসূতি এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ চম্পা চৌধুরী এবং নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম।
আয়োজকদের মধ্যে প্রসুন কান্তি দাশ (দোলন) নামে এক চিকিৎসক বলেন, “চিকিৎসা সেবা নেওয়ার জন্য বিভিন্ন রোগাক্রান্ত মানুষ সকাল থেকে ভিড় করেন। কেয়ার ল্যাব ডায়াগনস্টিক সেন্টার ও রাউজান হেলথ কেয়ার সেন্টারের সহযোগিতায় বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা এক হাজারের বেশি মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।”
প্রসঙ্গত, শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাস উৎসব উপলক্ষে সোমবার (৩ নভেম্বর) থেকে মন্দির প্রাঙ্গণে ছয় দিনব্যাপী ধর্মীয় সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লীলা প্রদর্শনী, মহা প্রসাদ বিতরণ ও ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ছিল এই কর্মসূচির একটি উল্লেখযোগ্য অংশ। আগামী ৮ নভেম্বর রাতব্যাপী পাল্টা কীর্তনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে।