বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

আড়াই কোটি টাকার ইয়াবা নিয়ে যাচ্ছিল চট্টগ্রামে, ধরা পড়ল ৩ পাচারকারী

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ৫ নভেম্বর ২০২৫ | ৯:০৮ অপরাহ্ন


কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবেশে সিএনজি অটোরিকশায় পাচারকালে আড়াই কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক থেকে পাচারকাজে জড়িত তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের তুলাতুলি গ্রামের মো. আমিনের ছেলে মোহাম্মদ শফি (৪৩), একই ইউনিয়নের কাগজিখোলা গ্রামের মৃত ফজল করিমের ছেলে আমির হোসাইন (৫৪) ও একই উপজেলার গর্জনীয়া ইউনিয়নের আলী হোসাইনের ছেলে রফিক উল্লাহ (২৯)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিয়ানমারের সীমান্ত উপজেলা নাইক্ষ্যংছড়ি দিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি ইয়াবার চালান চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া সার্কেল এএসপি অভিজিৎ দাশের তত্ত্বাবধানে অভিযান চালানো হয়।

ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ার জানান, তিনি নিজে এবং থানার এসআই মো. আরকানুল ইসলাম, ফরিদ হোসাইন, মহিউদ্দিন ও সুজন বড়ুয়াসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা দুই ভাগে বিভক্ত হয়ে বুধবার ভোররাতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন। সকাল সাড়ে আটটার দিকে পাচারকারীদের বহন করা সিএনজি অটোরিকশাটি মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ছায়রাখালীর ছিড়াপাহাড় এলাকার মসজিদের সামনে পৌঁছালে পুলিশ গাড়িটি থামায়।

তিনি বলেন, গাড়িটি তল্লাশি করে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ৮০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয় এবং ওই তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

ওসি তৌহিদুল আনোয়ার আরও বলেন, বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চকরিয়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। একইদিন বিকালে তাদের চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।