
চট্টগ্রামে নির্বাচনী গণসংযোগকালে দুর্বৃত্তদের গুলিতে সরোয়ার হোসেন ওরফে বাবলা (৪৩) নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) বিকেলে নগরের বায়েজিদ এলাকায় এই হামলায় চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ এবং শান্ত নামে আরও একজন আহত হন। সন্ধ্যায় গুলিবিদ্ধ বাবলাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁদগাও থানার ওসি জাহেদুল কবির সরোয়ার বাবলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বায়েজিদ এলাকায় চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সঙ্গে প্রচারণায় অংশ নেওয়ার সময় সরোয়ার গুলিবিদ্ধ হন।
তবে বিএনপির নেতারা বলছেন, সরোয়ার দলটির কেউ নন। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, “এ ঘটনার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। বিএনপির প্রার্থী গণসংযোগ করার সময় সেখানে শত শত লোক অংশ নেন। সরোয়ার সেখানে অংশ নিলে সন্ত্রাসী দুটি দলের মধ্যে পূর্ববিরোধের জেরে তাকে গুলি করা হয়।”
এদিকে পুলিশ জানিয়েছে, নিহত সরোয়ারের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র, হত্যাসহ ১৫টি মামলা রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৩০ মার্চ নগরের বাকলিয়া অ্যাকসেস রোড এলাকায় একটি প্রাইভেট কারে গুলি চালিয়ে সরোয়ারকে হত্যার চেষ্টা করা হয়েছিল। ওই সময় প্রাইভেট কারে থাকা দুজন ঘটনাস্থলে মারা গেলেও ভাগ্যক্রমে বেঁচে যান সরোয়ার। পরে এই মামলায় গ্রেপ্তার আসামিরা পুলিশকে জানিয়েছিল, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের নির্দেশে ওই হামলা চালানো হয়।
পুলিশ সূত্র জানায়, ছোট সাজ্জাদ বিদেশে পলাতক শিবির ক্যাডার হিসেবে পরিচিত সাজ্জাদ আলীর ওরফে ‘বড় সাজ্জাদের’ অনুসারী। একসময় সরোয়ার হোসেনও তার অনুসারী ছিলেন, তবে ২০১৫ সালের পর থেকে সরোয়ার তাদের কাছ থেকে সরে যান।