রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল মঙ্গলবার

| প্রকাশিতঃ ১ এপ্রিল ২০২২ | ৭:২১ অপরাহ্ন


ঢাকা : মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল আগামী মঙ্গলবার (৫ এপ্রিল) বিকালে প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন।

শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশব্যপী এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে এ তথ্য জানান মহাপরিচালক।

ডা. এ এইচ এম এনায়েত হোসেন বলেন, ‘২০২০-২১ শিক্ষাবর্ষে দুদিনের ব্যবধানে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছিল। কিন্তু এবার রমজানের কারণে কিছুটা বেশি সময় লাগবে। সম্ভবত আগামী মঙ্গলবার বিকালে পরীক্ষার ফল দিতে পারবো। ফল প্রস্তুত করার জন্য আমরা চারদিন সময় নিচ্ছি।’

এদিকে পরীক্ষা শুরুর পর একটি কেন্দ্র পদির্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘পরীক্ষা কঠোর নিরাপত্তা ও সতর্কতার সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবনে ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে প্রেস ব্রিফ্রিং করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমি দুয়েকটা হলের ভেতরে পরিদর্শনে গিয়েছি। পরীক্ষা ভালোভাবে অনুষ্ঠিত হচ্ছে। দেশব্যাপী একইভাবে পরীক্ষা হচ্ছে এবং এখন পর্যন্ত কোথাও কোনো সমস্যা তৈরি হয়নি।’