চট্টগ্রাম: পটিয়া আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ওবায়দুল কাদেরকে নিয়ে যারা বিরূপ মন্তব্য করছে তারা কখনো আওয়ামীলীগ করতে পারে না। তারা বিএনপির অনুসারী।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাঁচাতে গিয়ে ওবায়দুল কাদেরের পুরো শরীর স্প্রিন্টারে ঝলসে গিয়েছিল। কারাগারে থাকাকালিন সময়ে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। দলের দু:সময়ে ভূমিকা রেখে দলকে এগিয়ে নিয়ে গেছেন। আজ যারা ওবায়দুল কাদেরের মতো ত্যাগী নেতাকে নিয়ে বিভিন্ন বিরূপ মন্তব্য করে তারা আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করতে পাঁয়তারা চালাচ্ছে।
শুক্রবার সন্ধ্যায় পটিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে মুন্সেফবাজারস্থ সংসদ সদস্যে কার্যালয়ে আয়োজিত জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পটিয়া উপজেলা যুবলীগের সভাপতি বেলাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এমএ রহিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক নাজিম উদ্দীন পারভেজ, বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি হাসান উল্লাহ চৌধুরী, এহছানুল হক, মোরশেদুল হক, কাজী আলাউদ্দীন, মফিজুল রহমান, আজগর আলী বাহাদুর, মো. ফোরকান, মো. ইউছুপ খাঁন, মাহদুল হক মাদু, মো. শাহজাহান, অশোক দাশ, যুগ্ম সম্পাদক আবুল হাসনাত, লিটন নাথ, মীর এমদাদ, সাংগঠনিক সম্পাদক মঈনুল হক রাশেদ, মো, দিদারুল আলম, শাহ আলম মেম্বার, দপ্তর সম্পাদক মনঞ্জুরুল আলম, প্রচার সম্পাদক এনামুল হক মজুমদার, পরিবেশ সম্পাদক আসহাব উদ্দীন, সমাজ কল্যাণ সম্পাদক কামাল উদ্দীন, মুক্তিযোদ্ধা সম্পাদক ফোরকান আকবরী, ধর্ম সম্পাদক শাহাদাৎ সাইফুল, উপ-দপ্তর সম্পাদক রহিম উদ্দীন পিপলু, মহিলা সম্পাদিকা নাছিমা মেম্বার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. ওয়াসিম, আলমগীর বোরহান, আবদুর রহমান, নেজাম আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি সম্পাদকদের মধ্যে মো. আলমগীর, জামাল উদ্দীন, সাইফুল ইসলাম চৌধুরী, বেলাল উদ্দীন, মো. আলী, মো. করিম, মো, জাবেদ, বিপুল বড়–য়া, অশোক দাশ, মিল্টন ধর, জাহাঙ্গীর বেলাল, জহির উদ্দীন, শফর আলী, কুতুব উদ্দীন, শানেজুল মো. দস্তগীর প্রমুখ।