রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

সিঙ্গাপুরে রবীন্দ্র-নজরুল জয়ন্তী

| প্রকাশিতঃ ১৫ অগাস্ট ২০১৭ | ৮:৫৮ পূর্বাহ্ন

ফজলে রুবেল, সিঙ্গাপুর থেকে : সিঙ্গাপুরে প্রবাসীদের উদ্যোগে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’ পালিত হয়েছে।

শনিবার (১২ আগস্ট) সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করেন সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির পরিচালিত বাংলা গানের ইস্কুল সেন্টার ফর আর্টস। সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠান চলে নানইয়াং টেকনোলজি বিশ্ববিদ্যালয়-এর ওয়ান নর্থ অডিটোরিয়ামে।

বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথের সাহিত্য দিয়ে বিশ্বভাষার অভূতপূর্ব মেলবন্ধন হয় অনুষ্ঠানে। হৃদয়ে নজরুলের চেতনা আর বিশ্ব বিচরণ করা রবীন্দ্রনাথের অনুভূতিকে তুলে ধরা হয়েছে বাংলাসহ, ইন্দোনেশীয়, চাইনিজ ও ইংরেজি ভাষায়। এই প্রথমবারের মত রবীন্দ্র-নজরুল জয়ন্তীকে সাজানো হয়েছে রবীন্দ্রনাথ ও নজরুলের গানে এবং কবিতায়।

রবীন্দ্রনাথের কবিতা ‘আশির্বাদ’ ইন্দোনেশীয় ও ইংরেজি ভাষায় পড়েন কবি ও ভ্রমণ সাহিত্যিক জনাব শিভাজী দাস। বিদেশী আবৃত্তিকারের মধ্যে ইউ এন চেন রবীন্দ্রনাথের কবিতা “বটগাছ” আবৃত্তি করেন ইংরেজি ও চাইনিজ ভাষায়, এবং ইউল্যান্ডা এউ “ভ্রষ্ট লগ্ন” কবিতাটি চাইনিজ ও ইংরেজি ভাষায় আবৃত্তি করেন।

অনুষ্ঠানে ছিল বিদ্রোহী, বাঁশিওয়ালা, সৃষ্টি সুখের উল্লাসে, আমি, পূজোর সাঁজ, বাংলাদেশসহ বেশকিছু আবৃত্তি।

আবৃত্তিতে ছিলেন পরমিতা চ্যাটার্জী, শবনম আক্তার, শাহীন আমিনুল্লাহ্, জাকিয়া জেসমিন, এ কে এম সাইফুল্লাহ্, তাহসিনা হোসাইন তুলী, মনির আহমদ, রঞ্জন চক্রবর্তী।

সংগীতে ছিলেন সুবর্ণা তাসনিম, স্বাগতা ভট্টাচার্য, সুস্মিতা ব্যাণার্জী, জহুরুল হাসান, সোমদত্ত গোস্বামী, অমৃতা বন্দ্যোপাধ্যায়, শুচিতা ভট্টাচার্য, রাখী চ্যাটার্জী।
দলীয় সংগীতে ছিলেন সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সেন্টার ফর আর্ট শাখার শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।

সেতারে ছিলেন চন্দ্রনাথ ভট্টাচার্য, তবলায় শুভেন্দু মুখার্জী, বাঁশিতে ভিষ্ণু ভেলুরী। সার্বিক সহযোগিতায় ছিলেন সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মঞ্জুরুল মান্নান ও সাংস্কৃতিক সম্পাদক জাহানারা খান বেবী।

এ কে এম সাইফুল্লাহ ও তাহসিনা হোসাইন তুলীর স্বাগতকথায় শুরু হয় অনুষ্ঠান। সমাপনী পর্বে, অনুষ্ঠানে অংশগ্রহণ করা সকল কলাকুশলীকে সম্মাননা প্রদান করেন সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সভাপতি মিঠুন কুমার সাহা।