রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চট্টগ্রামে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার

| প্রকাশিতঃ ১৬ অগাস্ট ২০১৭ | ৭:২০ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকার বাড়ি থেকে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে দক্ষিণ নালাপাড়া এলাকায় বাসায় এ ঘটনা ঘটে।

নিহত রিদয় চক্রবর্তী (১৯) সদরঘাটের দক্ষিণ নালাপাড়া এলাকার জীবন চক্রবর্তীর ছেলে। নগরীর ইসলামিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল রিদয়।

নিহতের স্বজনদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, সকালে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রিদয়কে পাওয়া যায়। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। লাশ মর্গে পাঠানো হয়েছে। সে আত্মহত্যা করেছে কিনা সেটা পুলিশ তদন্ত করে দেখছে।