রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

বাংলাদেশি বংশোদ্ভূত খালেদ মোশাররফ যুক্তরাজ্যের কাউন্সিলর নির্বাচিত

| প্রকাশিতঃ ৩ মে ২০২৪ | ৮:৫২ অপরাহ্ন


আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের নিউক্যাসলের এলসউইক ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে গ্রিন পার্টি থেকে বাংলাদেশি বংশোদ্ভূত খালেদ মোশাররফ জয় পেয়েছেন।

গতকাল বৃহস্পতিবার নির্বাচনে ভোট গ্রহণ হয়। সকাল ৭টা থেকে একটানা রাত ১০টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এরপর শুরু হয় ভোট গণনা ও ফল প্রকাশ। শুক্রবার প্রকাশিত ফলে দেখা গেছে, খালেদ মোশাররফ লেবার পার্টির নিকু ইয়নকে ১০৭ ভোটে পরাজিত করেছেন।

গ্রিন পার্টি থেকে নির্বাচন করা খালেদ মোশাররফ পেয়েছেন ১ হাজার ১৯০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি লেবার পার্টির নিকু ইয়ন পেয়েছেন ১ হাজার ৮৩ ভোট।

খালেদ মোশাররফ মৌলভীবাজার জেলার রাজনগর থানার খারপাড়া গ্রামের মো. আব্দুল কাদির ও রাহেলা খানমের সন্তান। তিনি পড়াশোনা করেছেন চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চ বালক বিদ্যালয়, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।

বিজয়ী হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন খালেদ মোশাররফ; তিনি বলেন, ‘আমি স্থানীয় কাউন্সিলর হিসেবে এলসউইকের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে গর্বিত। আমি আমার জ্ঞান এবং অভিজ্ঞতা ব্যবহার করে আমাদের এলাকার বাসিন্দাদের উপর ইতিবাচক প্রভাব ফেলতে এবং আমাদের মুখোমুখি হওয়া সামাজিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে উন্মুখ।’

প্রসঙ্গত, বাংলাদেশি অধ্যুষিত এলসউইক ওয়ার্ডে এবার ভিন্নতা দেখা গেছে। লেবার পার্টির এই আসনে গত এক যুগ ধরে বাংলাদেশি কাউন্সিলর ছিলেন। তবে এবার এই ওয়ার্ডে বাংলাদেশি বংশোদ্ভূত কাউকে প্রার্থী করেনি লেবার পার্টি।

অন্যদিকে এলসউইক ওয়ার্ডে প্রথমবারের মতো গ্রিন পার্টি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পেয়েছেন খালেদ মোশাররফ। এ ঘটনায় স্থানীয় বাঙালি কমিউনিটিতে আনন্দ ছড়িয়ে পড়েছে।

একুশে পত্রিকার সম্পাদক নজরুল কবির দীপু বলেন, ‘খালেদ মোশাররফের এই অর্জনে আমরা গর্বিত। পাশাপাশি একজন বাঙালি হিসেবে এটি সবার জন্য গর্বের। নিশ্চয়ই তিনি তাঁর অবস্থান থেকে বাংলাদেশের সম্মান-মর্যাদা বৃদ্ধিতে কাজ করবেন।’

এদিকে যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের ১০৭টি কাউন্সিলে স্থানীয় সরকার নির্বাচনে বিরোধী দল লেবার পার্টির কাছে ব্যাপক ধরাশায়ী ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। এখন পর্যন্ত আংশিক প্রকাশিত ফলে দেখা গেছে যে স্যার কিয়ার স্টারমারের লেবার পার্টি ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টির তুলনায় বড় ব্যবধানে এগিয়ে আছে।

১০৭টি কাউন্সিলের মধ্যে এখন পর্যন্ত ৪৬টি ফল প্রকাশিত হয়েছে। সেখানে ৩৯০টি কাউন্সিলর পদে বিজয়ী হয়ে এগিয়ে রয়েছে লেবার পার্টি। বিপরীতে কনজারভেটিভ পার্টি পেয়েছে ১৪০টি কাউন্সিলর পদ। ১৪৫টি কাউন্সিলর পদ নিয়ে কাছাকাছি রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আর গ্রিন পার্টি ৩৪টি, রেসিডেন্স অ্যাসোসিয়েশন ৭টি ও স্বতন্ত্র প্রার্থীরা ৮২টি কাউন্সিলর পদে জয় লাভ করেছেন।

গতকাল লন্ডন শহরের মেয়র নির্বাচনসহ ইংল্যান্ড ও ওয়েলসের ১০৭টি কাউন্সিল ও ব্ল্যাকপুল সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৭টা থেকে একটানা রাত ১০টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এরপর শুরু হয় ভোট গণনা ও ফল প্রকাশ। সম্পূর্ণ ফল পেতে আগামীকাল শনিবার দুপুর পর্যন্ত সময় লেগে যেতে পারে।