মোর্শেদ নয়ন : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন- বঙ্গবন্ধুর স্নেহধন্য বীর চট্টলার সাহসী পুরুষ আখতারুজ্জামান বাবু ভাই আজীবন বঙ্গবন্ধুর আদর্শ লালন করেছেন। আওয়ামী লীগের জন্য বহু ত্যাগ-তিতিক্ষা, লড়াই, সংগ্রাম করেছেন। বাবু ভাই কখনো অন্যায়ের কাছে মাথা নত করেন নাই, আপোস করেন নাই। বঙ্গবন্ধুর আদর্শ থেকে সরে যান নাই। ব্যানারের ছবির দিকে ইঙ্গিত করে মোহাম্মদ নাসিম বলেন, নতুন প্রজম্মের যারা রাজনীতি করতে চান তাদেরকে অবশ্যই বঙ্গবন্ধুর আদর্শের চর্চা করতে হবে। বাবু ভাইকে অনুসরণ করতে হবে।
রোববার বিকালে চট্টগ্রাম নগরের মুসলিম হলে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ, মহানগর আওয়ামী লীগ আয়োজিত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবু’র ৫ম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু’র সন্তান ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আরো বলেন- তোমার পিতার আদর্শ, ত্যাগ-তিতিক্ষাকে বরণ করতে হবে।
নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ আ’লীগের প্রচার সম্পাদক সাবেক মন্ত্রী ড.হাছান মাহমুদ, আক্তারুজ্জামান বাবুর সন্তান ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, উত্তর জেলার সভাপতি নূরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, সাবেক চট্টগ্রাম জেলা পিপি জসিম উদ্দিন চৌধুরী, দক্ষিণ আওয়ামী লীগের সহ সভাপতি মোতাহারুল ইসলাম চৌধুরী, আবুল কালাম চৌধুরী, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হক হায়দার চৌধুরী বাবুল, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ সভাপতি এমএ মান্নান, সাধারণ সম্পাদক আবদুল মালেক, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি ছৈয়দ জামাল আহমদ, হায়দার আলী রনি প্রমুখ।