চট্টগ্রাম : প্রতি বছরের মতো এ বছরও বেড়েছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। পাশাপাশি উল্লেখযোগ্য হারে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। উদ্বেগজনকভাবে, মৃত্যুবরণকারীদের প্রায় ৫৩ শতাংশই নারী। চিকিৎসকদের মতে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা এবং উদাসীনতার কারণে নারীদের মৃত্যু বেড়ে চলেছে।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ জন। এর মধ্যে নারীর সংখ্যা ১৫ জন, যা মোট মৃত্যুর ৫৩ শতাংশ। পুরুষ মারা গেছেন ১০ জন (৩৫ শতাংশ) এবং শিশু ৩ জন।
মৃত্যুহারে নারী এগিয়ে থাকলেও আক্রান্তের দিক থেকে পুরুষের সংখ্যা বেশি। চলতি বছর চট্টগ্রামে ৩ হাজার ৯৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ ১ হাজার ৬৮৭ জন (৫৪ শতাংশ) এবং নারী ৮৬৫ জন (২৮ শতাংশ)।
কম আক্রান্ত হলেও বেশি মৃত্যুর জন্য নারীর জীবনযাত্রাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. হামিদুল্লাহ মেহেদীর মতে, অনেকে ডেঙ্গুকে সাধারণ সর্দি-জ্বর ভেবে টেস্ট করান না এবং চিকিৎসায় দেরি করেন। ফলে রোগ মারাত্মক আকার ধারণ করে।
তিনি আরও উল্লেখ করেন, নারীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় ডেঙ্গু তাদের বেশি আক্রান্ত করে। চিকিৎসার ব্যাপারে নারীরা অনেক সময় উদাসীন থাকেন এবং দেরিতে ডাক্তারের শরণাপন্ন হন। এই কারণে পুরুষের তুলনায় নারীদের মৃত্যুহার বেশি।
বিআইটিআইডির মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মামুনুর রশিদ জানিয়েছেন, নারীদের রোগ প্রতিরোধ ক্ষমতা পুরুষদের তুলনায় কম। সন্তান জন্মদানের পর এই ক্ষমতা আরও হ্রাস পায়। ফলে ডেঙ্গু ভাইরাস দ্রুত তাদের আক্রান্ত করে। বিশেষ করে গর্ভবতী এবং ঋতুস্রাবরত অবস্থায় নারীরা ডেঙ্গুতে আক্রান্ত হলে মৃত্যুঝুঁকি বহুগুণ বেড়ে যায়।