সিউল (দক্ষিণ কোরিয়া) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নিষ্ঠুর একনায়কতন্ত্রের সমালোচনা করে বলেছেন, দেশটির জনগণ কঠোর রাজনৈতিক দমনপীড়নের শিকার।
বুধবার দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে ভাষণে ট্রাম্প এ কথা বলেন। খবর এএফপি’র।
ট্রাম্প তার বক্তব্যে বিছিন্ন হয়ে পড়া উত্তর কোরিয়ার বিরুদ্ধে বিশ্ব ঐক্যের ডাক দেন। একইসঙ্গে তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ভালো ভবিষ্যতের পথে চলারও প্রস্তাব দেন।
সিউল থেকে ট্রাম্প চীন সফরে গেছেন। সেখানেও তিনি উত্তর কোরিয়ার হুমকির ব্যাপারে বিশ্বের সকল দেশকে এক হওয়ার আহবান জানাবেন।