রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

ফিলিস্তিনে নতুন গণঅভ্যুত্থানের ডাক হামাসের

| প্রকাশিতঃ ৭ ডিসেম্বর ২০১৭ | ৬:২১ অপরাহ্ন

কায়রো: হামাসের পলিটিক্যাল ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া বৃহস্পতিবার নতুন গণঅভ্যুত্থানের ডাক দিয়েছেন। জানায় আল-জাজিরা।

তাসের খবরে বলা হয়, তিনি বলেন, ‘শুক্রবার দিনব্যাপী বিক্ষোভ আন্দোলনে যোগ দিয়ে’ একটি নতুন গণ-অভ্যুত্থান শুরু করার জন্য আমরা ফিলিস্তিনের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।’

হানিয়া আরো বলেন, ‘আগামীকাল, আমাদের লোকেরা দখলদারিত্বের বিরুদ্ধে ইন্তিফাদা (গণ-অভ্যুত্থান) শুরু করবে। বিজয়ী হওয়ার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’

হানিয়া আরো বলেন, ‘হামাসের সকল ইউনিটকে যে কোন ধরনের হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে।’

তিনি মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া ভেঙ্গে দেয়ার ঘোষণা দিয়েছেন।