রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

এনসিপির ৩৭ সদস্যের চট্টগ্রাম দক্ষিণ জেলা সমন্বয় কমিটি ঘোষণা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১ নভেম্বর ২০২৫ | ৪:১৪ অপরাহ্ন


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে ৩৭ জনের একটি সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আকতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মূখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এই কমিটির অনুমোদন দেন। আইনজীবী, ব্যবসায়ী, প্রকৌশলীসহ একাধিক পেশার লোকজনকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে।

এনসিপি দলীয় সূত্র জানায়, আহবায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত তিন মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ঘোষিত সমন্বয় কমিটিতে মুহাম্মদ হাসান আলীকে প্রধান সমন্বয়কারী করা হয়েছে। যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে মোট ১০ জনকে।

যুগ্ম সমন্বয়কারীরা হলেন অ্যাডভোকেট মো. মিরাজ মিয়া, সৈয়দ ইমরান, মো. সাজ্জাদ হোসাইন, মাহবুবে আবেদীর, প্রফেসর ড. মহিউদ্দীন, সিফাত হোসাইন, মো. মাশফিকুর রহমান চৌধুরী মিশকাত, উম্মে হানি জেরিন, প্রকৌশলী মো. হাবিব উল্লাহ এবং আবদুল্লাহ আর হাসান। এছাড়াও কমিটিতে আরও ২৬ জনকে সদস্য করা হয়েছে।

ঘোষিত সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী সৈয়দ ইমরান বলেন, ‘আহবায়ক কমিটি ঘোষণা হওয়ার আগ পর্যন্ত তিন মাসের জন্য এ কমিটি গঠিত হয়েছে। বিগত ১০ বছর ধরে আওয়ামী সরকারের বিরুদ্ধে সক্রিয়ভাবে রাজনীতি করার কারণে নানা হয়রানী, হুমকি, মিথ্যা মামলার শিকার হয়েছি।’

কমিটিতে স্থান দেওয়ায় এনসিপির কেন্দ্রীয় কমিটিকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘এ আস্থার প্রতি সম্মান রেখেই আমি সকল সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে আগামীর পথ চলায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’