রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

১২ কোটির ট্রমা সেন্টারে ‘তালা’, ৪ বছর পর পরিদর্শনে নড়চড়

‘দরজা খোলা’র অপেক্ষায় হাটহাজারী ট্রমা সেন্টার, পরিদর্শনে উচ্চ পর্যায়ের দল
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১ নভেম্বর ২০২৫ | ৬:১১ অপরাহ্ন


উদ্বোধনের চার বছর পরও চালু না হওয়া চট্টগ্রামের হাটহাজারী ট্রমা সেন্টারটি অবশেষে চলতি নভেম্বর মাসেই খোলার প্রস্তুতি চলছে। শনিবার (১ নভেম্বর) সরকারের উচ্চ পর্যায়ের একটি দল ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেন্টারটি পরিদর্শন করেছেন, যার নেতৃত্বে ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। পরিদর্শনের পর কর্মকর্তারা সেন্টারটির সেবার মান উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

বেলা সাড়ে ১২টার দিকে এই পরিদর্শনে ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের (যুগ্মসচিব) সঙ্গে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মনি কুমার শর্মা এবং সহকারী প্রকৌশলী আব্দুল আউয়াল।

পরিদর্শনের সময় উপদেষ্টার একান্ত সচিব এবং সিভিল সার্জন ট্রমা সেন্টারের বিভিন্ন স্থাপনা ও অবকাঠামো পর্যবেক্ষণ করেন। তারা সেবার মান উন্নয়নে ট্রমা সেন্টার সংশ্লিষ্ট কর্মচারীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার জানান, হাটহাজারীতে যোগদানের পর ট্রমা সেন্টারটি চালু করতে তিনি পাঁচ বার চট্টগ্রামের সিভিল সার্জন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি প্রদান করেছেন। তিনি জানান, চলতি বছরের নভেম্বর মাসের মধ্যে ট্রমা সেন্টারটি চালু করার লক্ষ্যে বর্তমানে জোর প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা সেবা দিতে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার কাচারি সড়কের পাশে ‘হাটহাজারী ট্রমা সেন্টার’ নির্মাণ করা হয়। প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ট্রমা সেন্টারটি আনুষ্ঠানিক ভাবে ২০২১ সালে উদ্বোধন করা হয়। জাঁকজমকভাবে উদ্বোধন হলেও সেন্টারটির সেবার দরজা এখনো খোলা হয়নি।