
চট্টগ্রামের পাঁচলাইশে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় মো. সালাউদ্দিন (৫০) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৫ মে মুরাদপুর মোড়ে ইসলামী ফ্রন্ট, আহলে সুন্নাত ওয়াল জামা’আত ও ইসলামী ছাত্রসেনার বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশের ওপর ওই হামলা চালানো হয়েছিল।
পুলিশ জানিয়েছে, শনিবার ভোরে নাসিরাবাদ হাউজিং সোসাইটির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত মো. সালাউদ্দিন রাজাখালী এলাকার মো. মিয়া বিল্ডিং, ভাঙ্গারপোলের বাসিন্দা এবং বর্তমানে নাসিরাবাদ হাউজিং সোসাইটির এসএএফ জাফর ভিলায় বসবাস করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মো. সালাউদ্দিন পাঁচলাইশ মডেল থানায় দায়ের করা ওই মামলার ১৩ নম্বর আসামি ছিলেন। তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ৫ মে সকালে মাওলানা রঈস উদ্দিন হত্যার বিচারের দাবিতে ইসলামী ফ্রন্ট ও ছাত্রসেনা নেতাকর্মীরা অনুমতি ছাড়াই “অবরোধ কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ”-এর আয়োজন করে। পাঁচলাইশ থানার মুরাদপুর মোড়ে পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীরা হাতে থাকা কাঠ, বাঁশ ও ইট-পাথর নিক্ষেপ করে পুলিশের ওপর চড়াও হয়।
ওই ঘটনায় পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমানসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছিলেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল, গ্যাস সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
ঘটনাস্থল থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হলেও মো. সালাউদ্দিনসহ দুজন পলাতক ছিলেন। তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. নুরুজ্জামান জানান, শনিবার রাত সাড়ে ৩টার দিকে নাসিরাবাদ হাউজিং সোসাইটির একটি বাসায় অভিযান চালিয়ে সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনাটির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে।