
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ৮ কেজি গাঁজা ও ৯৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, শনিবার (১ নভেম্বর) রাতে উপজেলার শিলক ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— মো. শওকত (৪৫) ও মোহাম্মদ দৌলত হোসেন (৩২)। তারা দুজনেই শিলক ইউনিয়নের বাসিন্দা।
ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, ১নং আসামি মো. শওকতের বসতঘর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা, ৯৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত তাদের একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।