রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চায়েরি বাজারে ‘মৃত্যুর হানা’, কাভার্ড ভ্যান কেড়ে নিল মোটরসাইকেল আরোহীকে

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২ নভেম্বর ২০২৫ | ৭:৪৪ অপরাহ্ন

চট্টগ্রাম-রাঙামাটি সড়কে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পাইশিথোয়াই মারমা (৩৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন; এ ঘটনায় তার স্ত্রী ও দুই সন্তানও আহত হয়েছেন। রোববার (২ নভেম্বর) বিকেল ৩টার দিকে রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া এলাকার চায়েরি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাইশিথোয়াই মারমা বেতবুনিয়া এলাকার সুইচাঅং মারমার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, চায়েরি বাজারে পুলিশ ফাঁড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় পাইশিথোয়াইকে পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে রাউজানের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে। পরে সন্ধ্যার দিকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ সন্ধ্যায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “আমরা কাভার্ড ভ্যানচালককে আটক করেছি। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।”