
চট্টগ্রামের ফটিকছড়িতে ‘২৪-এর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হালদা নদীর পাড়ে ফসল রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) উপজেলার ভুজপুর পশ্চিম কৈয়া এলাকায় এই বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী। এই প্রকল্পের মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের ফসলহানীর আতঙ্কের অবসান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বিএডিসি চট্টগ্রাম নির্বাহী প্রকৌশলী মোশাররফ হোসেন ভুইয়া, সহকারী প্রকৌশলী তমাল দাশ, উপ-সহকারী প্রকৌশলী দীপন চাকমা, ভুজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএমএইচ শাহজাহান চৌধুরী শিপন, স্থানীয় ইউপি সদস্য লোকমান হোসেন, পশ্চিম কৈয়া শ্মশান বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ভিক্ষু সুমনপ্রিয়, বিহার কমিটির সাধারণ সম্পাদক রনি বড়ুয়া এবং সাংবাদিক সালাহউদ্দিন জিকু।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘২৪’এর ভয়াবহ বন্যায় হালদা নদীর বেড়িবাঁধ ভেঙ্গে অসংখ্য বাড়িঘর পানিতে তলিয়ে যায়। দীর্ঘদিন যাবৎ এই এলাকার মানুষ নিজেদের ফসল রক্ষায় আতংকের মধ্যে দিনাতিপাত করে আসছে। তাদের দুঃখ লাঘবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) একটি প্রকল্প হাতে নিয়েছে। তাদের এই প্রকল্পের মাধ্যমে এই এলাকার মানুষের দীর্ঘদিনের দুঃখ লাঘব হবে।’
চট্টগ্রাম বিএডিসি নির্বাহী প্রকৌশলী মোশাররফ হোসেন ভুইয়া বলেন, ‘সারাদেশে বিএডিসি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে কৃষি বিপ্লব ও আত্মসামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখছে। আশা করবো এই প্রকল্পের মাধ্যমে এই এলাকার মানুষের উন্নয়ন সাধিত হবে।’
বাঁধ উদ্বোধন শেষে ইউএনও মোঃ মোজাম্মেল হক চৌধুরী ও নির্বাহী প্রকৌশলী মোশাররফ হোসেন ভুইয়া হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয় হলরুমে আরেকটি কর্মসূচির উদ্বোধন করেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর ‘স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি)’ এর আওতায় সেচ দক্ষতা বৃদ্ধি, সেচের পানি ও ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ক এই প্রশিক্ষণ কর্মসূচিতে ৬০ জন নারী-পুরুষ অংশ নেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, প্রধান শিক্ষক কামরুল হায়দার, কৃষি উপ-সহকারী রাহুল ধর মিথুন এবং শিক্ষক নেতা বাবলা কুমার দে প্রমুখ।